Webuzo তে রিসোর্চ লিমিট করার জন্য cGroups v2 ব্যবহার করতে পারেন।

যেভাবে cGroups v2 এনাবেল করবেন এবং ব্যবহার করবেনঃ

How to enable cGroups v2

Create Resource Plan In cGroups

CPU Quota তে অনেকেই কনফিউশনে পড়েন যেহেতু পার্সেন্টেজে ভ্যালু বসাতে হয় তাই।

আপনি যদি আপনার ইউজারের জন্য 1 Core CPU Limit প্ল্যান করতে চান এবং ইউজারকে 1 Core এর 100% ম্যাক্স ইউটিলাইজ করতে দিতে চান সেক্ষেত্রে,
CPU Limit – 100% ব্যবহার করুন এবং
2 Core এর জন্য CPU Limit – 200%
3 Core এর জন্য CPU Limit – 300%
4 Core এর জন্য CPU Limit – 400% ব্যবহার করুন।

যদি মনে করেন আপনি ইউজারকে 3 Core দিতে চান কিন্ত ১০০% ইউটাইলাইজ নয় বরং ৭৫% ইউটিলাইজ করতে দিতে চান তবে সেক্ষেত্রে,
3 Core এর জন্য CPU Limit – 275% ব্যবহার করুন।

আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর পরবর্তী আপডেট এ ইউজাররা যেনো এটি আরো সহজে বুঝতে পারেন তাই তারা (webuzo) আরো সহজ করে ডেসক্রিপশন অ্যাড করবেন।

ধন্যবাদ।