.htaccess ব্যবহার করে .php এক্সটেনশন ছাড়া পিএইচপি পেইজ লোড করতে পারেন ব্রাউজারে। ধরুন আপনার wordpress এ একটা পেইজ লিংক হয় example,com/contact-us পিএইচপি তে এটা করার জন্য আগে .htaccess সেটয়আপ করে নিতে হবে তারপর পিএইচপি ফাইল এর নাম সেট করতে হবে contact-us.php তাহলে example,com/contact-us এই লিংক দিয়ে কাংখিত পেইজ ভিজিট করতে পারবেন।

Related Post